স্টোরেজ ডিভাইস( Storage Device).স্মৃতি (Memory). part-02

প্রিয় পাঠক,
https://allbanglaisbd.blogspot.com/ আপনাকে স্বাগতম !
আমি কেশব কুমার রায় । আমরা সকলেই স্মাটফোন ও কম্পিউটার ব্যবহার করে থাকি । আর স্মাটফোনের ও কম্পিউটারের মেমরি সম্পর্কে এখনো খুব একটা ধারনা নেই প্রায় লোকের । তাই আজকে আমি মেমরি সম্পর্কে পার্ট-০২ আলোচনা করবো ।

☑২. সেকেন্ডারি বা সহায়ক মেমরি ( Secondary / Auxiliary Memory):
প্রক্রিয়াকরণের পর অধিক পরিমান প্রক্রিয়াজাত তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষনের জন্য প্রধান মেমরির বাইরে যে অতিরিক্ত মেমরি ব্যবহার করা হয় তাকে সেকেন্ডারি বা সহায়ক মেমরি বলে । স্থায়ীভাবে ডেটা সংরক্ষনের জন্য এ মেমরি বহুল ব্যবহৃত ও কার্যকার । এর সাথে সরাসরি সংযোগ না থাকার অ্যাক্সেস সমায় ও কাজ করার গতি তুলনামুলক বেশি যা মোটামুটি কয়েক মিলিসেকেন্ড হতে মাইক্রোসেকেন্ড পর্যন্ত হয় । সহায়ক মেমরির ধারণ ক্ষমতা বিভিন্ন হলেও প্রধান মেমরির তুলনায় বেশি হতে হয় । প্রসেসর  সহায়ক মেমরি হতে সরাসরি তথ্য ব্যবহার করতে পারে না । ডেটা বা প্রোগ্রাম সমূহ সহায়ক মেমরি হতে প্রধান মেমরিতে এনে তারপর কাজ করতে হয় । উল্লেখযোগ্য কয়েক ধরনের সহায়ক মেমরি হচ্ছে । যেমন:

(ক). হার্ড ডিস্ক (Hard Disk)
(খ). ফ্লিপ ডিস্ক ( Floppy Disk)
(গ). চৌম্বকীয় টেপ ( Magnetic Tape)
(ঘ). অপটিক্যাল ডিস্ক ( Optical Disk)
(ঙ). ডিভিডি ডিস্ক (DVD Disk)
(চ). এমও জিপ সাইকুয়েস্ট ( MO, ZIP Saikuyest)

💻 (ক). হার্ড ডিস্ক (Hard Disk) : পাতলা গোলাকার অ্যালুমিনিয়ম পাতের উভয় পাশে চুম্বকীয় প্রলেপ দিয়ে হার্ড ডিস্ক তৈরি করা হয় সাধারনত পাতগুলোর প্রতি দিকে 500 টি ট্র্যাক এবং 50 টি সেক্টর থাকে । 4,500 থেকে 10,000 আরপিএম গতিতে ঘূর্ণায়মান পাতে উপর হেডের মাধ্যমে ডেটা লেখা ও পড়া হয় । একটি হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বর্তমানে কয়েক গিগাবাইট (GB) পর্যন্ত হয়ে থাকে । কম্পিউটারের বৃহৎ এবং স্থায়ী মেমরি হিসেবে হার্ড ডিস্ক ব্যবহার করা হয় ।

💻(খ). ফ্লিপ ডিস্ক ( Floppy Disk): প্লাস্টিকের পাতের উপর চুম্বক পদার্থের প্রলেপ দিয়ে ফ্লপি ডিস্ক তৈরি করা যায় । এর উপাত্ত ধারনক্ষমতা মাত্র
১.৪৪ মেগাবাইট । সিপিইউ এর বাইরে উপাত্ত সংরক্ষণ বা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে স্বল্প পরিমান ডেটা সরিয়ে নেওয়ার জন্য এ ধরনের ডিস্ক ব্যবহার করা হয় ।

💻(গ). চৌম্বকীয় টেপ ( Magnetic Tape): প্লাস্টিকের ফিতার উপর চুম্বকীয় পদার্থের প্রলেপের মাধ্যমে তৈরি সিকুয়েন্সিয়াল সহায়ক মেমরিকে চুম্বকীয় টেপ স্মৃতি বলে । একটি টেপ 50 থেকে 2500 ফুট পর্যন্ত দৈর্ঘ্য হতে পারে   এবং এতে 10 গিগাবাইট তথ্য সংরক্ষন করা যেতে পারে । মেইনফ্রেম এবং মিনি কম্পিউটারে এখনো সহায়ক মেমরি হিসেবে চুম্বকীয় টেপের ব্যবহার রয়েছে ।

💻 (ঘ). অপটিক্যাল ডিস্ক ( Optical Disk): লেজার রশ্মির সাহায্যে পরিচালিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সেকেন্ডারি মেমরি স্টোরেজ হচ্ছে অপটিক্যাল ডিস্ক, যা সিডি নামেও পরিচিত । এটা এক ধরনের Read Only Memory  হাওয়ায় একে সিডি রম (CD-ROM) বলা হয় । সফ্টওয়্যার বাজারজাতকরণ এবং মাল্টিমিডিয়া পরিচালনার পাশাপাশি ডেটা সংরক্ষনের কাজে এর ব্যবহার দিন দিন বাড়ছে । অডিও এবং ভিডিও উভয় ধরনের ডেটা এতে সংরক্ষন করা যায় ।

💻(ঙ). ডিভিডি ডিস্ক (DVD Disk): সাম্প্রতিক সমায়ে সিডি রমের চেয়ে অধিক তথ্য ধারণ ক্ষমতা বিশিষ্ট্য এক ধরনের নতুন অপটিক্যাল ডিস্ক,সহায়ক মেমরি হিসেবে ব্যবহৃত হচ্ছে । Digital Versatile Disk বা Digital Video Disk কে সংক্ষেপে ডিভিডি বলা হয় । এটি সিডি রমের মতোই অডিও ভিডিও ধারণ করতে পারে । এর ধারণ ক্ষমতা A-7GB হতে 17GB পর্যন্ত হয়ে থাকে । তাই বর্তমানে CD ROM এর চেয়ে DVD 📀 এর জনপ্রিয়তা অনেক বেশি ।

💻(চ). এমও জিপ সাইকুয়েস্ট ( MO, ZIP Saikuyest): স্বল্প প্রচলিত সহায়ক স্মৃতি হিসেবে এমও (MO-Magneto Optical), জিপ (ZIP) এবং সাইকুয়েস্ট ড্রাইভ প্রচলিত রয়েছে । 100 মেগাবাইট জিপ এবং 128 মেগাবাইট এমও ড্রাইভ ইতোমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে ।


☑৩. ক্যাশ মেমরি ( cache memory): সবচেয়ে দামি ও উচ্চ গতিসম্পন্ন মেমরি ক্যাশ মেমরি । যেসব ডেটা বা নির্দেশ সবচেয়ে বেশি প্রয়োজন তাদের উচ্চ গতিসম্পন্ন ক্যাশ মেমরিতে রাখলে গড় অ্যাক্সেস সমায় কম হয় । ফলে কম্পিউটার দ্রুত কাজ করতে পারে । সিপিইউ-এর প্রসেসিংয়ের গতি প্রধান মেমরির গতি হতে বেশি হাওয়ায় ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে স্পিড মিসটেচ ( speed mistach) হাওয়ায় প্রসেসরের কার্যক্ষমতা হ্রাস পায় । এ সমস্যা দূর করার জন্য প্রসেসর এবং প্রধান মেমরির মাঝামাঝি অবস্থানে ক্যাশ মেমরি ব্যবহার হয় । কোন নির্দেশ বা ডেটা আহরন করতে হলে সিপিইউ প্রথমে ক্যাশ মেমরি পরিক্ষা করে, সেখানে পাওয়া গেলে আহরণ করে, না পাওয়া গেলে প্রধান মেমরি থেকে তা আহরণ করে এবং পরবর্তীতে এক বা একাধিক শব্দ যতটা ক্যাশ মেমরিতে নিয়ে যায় । ফলে 90% এর অধিক বেশি ডেটা ক্যাশ মেমরিতে পাওয়া যায় ।   যার ফলে অ্যাক্সেস সমায় খুব কম লাগে । ক্যাশ মেমরির অ্যাক্সেস সমায় প্রধান মেমরির এক-সপ্তমাংশে এবং ধারণ ক্ষমতা অনেক । অর্থাৎ 25 কিলোবাইট (KB) থেকে 1 মেগাবাইট (MB) পর্যন্ত হয়ে থাকে ।


☑৪. ভারর্চ্যুয়াল মেমরি ( Virtual memory): স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমগুলোতে সহায়ক মেমরির ( যেমন-হার্ডডিস্ক) ফাঁকা কিছু স্থানকে বিশেষ ব্যবস্থায় প্রধান মেমরির অংশ সিসেবে ব্যবহার করা যায় । এ মেমরিকে ভার্চ্যুয়াল মেমরি বলে ।
প্রধান মেমরির ধারন ক্ষমতার চেয়ে প্রয়োজনীয় অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন সহায়ক মেমরি খালি অংশ হতে এ মেমরি সংগ্রহ করা হয় । ভার্চ্যুয়াল মেমরি কার্যকার থাকা অবস্থায় যে পরমান স্থান ভার্চ্যুয়াল মেমরি  হিসেবে ব্যবহৃত হবে সহায়ক মেমরিতে ঠিক সেই পরিমান স্থান কম পাওয়া যাবে । এ মেমরি প্রধান মেমরির বর্ধিতাংশ হিসেবে বিবেচিত হবে । ফলে একটি ব্যবহারকারীর নিকট এটা প্রধান মেমরির মতোই মনে হবে । ভার্চ্যুয়াল মেমরি বন্ধ করে দিলে সহায়ক মেমরির যে পরিমান স্থান ভার্চ্যুয়াল মেমরির জন্য বরাদ্দ করা হয়েছিল তা পুনরায় সহায়ক মেমরির অন্তর্ভুক্ত হবে । উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমের মাধ্যেমে এ ধরনের মেমরি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয় । তবে ব্যবহারকারী কর্তৃক এ মেমরির পরিমাণ নির্ধারণ করা যায় ।


☑৫. ফ্লাশ মেমরি ( Flash Memory): ফ্লাশ মেমরি বিশেষ ধরনের সেমিকন্ডাক্টর মেমরি যা স্থায়ীভাবে ডেটা সংরক্ষন করতে পারে । এ মেমরিতে সংরক্ষিত ডেটা যে কোন সমায় রিড-রাইট করা যায় । ফ্লাশ মেমরি অনেকটা ইপিরমের মতো । তবে ইপিরমে যেখানে প্রতিটি বাইট পরিবর্তন করা যায়,ফ্লাশ মেমরিতে এক সাথে সম্পূর্ণ একটি ব্লক ডেটা রিড -রাইট করা যায় । উপরন্ত ফ্লাশ মেমরির প্রযুক্তিই আলাদা । তথাপি ফ্লপি ডিস্ক বা হার্ড ডিস্কের বিকল্প সিসেবে ফ্লাশ মেমরি ব্যবহার করা হয় । আকারে ছোট হাওয়ায় মোবাইলফোন, ডিজিটাল ক্যামেরা,পরিবহনযোগ্য কম্পিউটার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ফ্ল্যাশ মেমরি ব্যবহার করা হয় । অতি সম্প্রতি ডেটা ট্রান্সফার ও সংরক্ষণের সুবিধার জন্য পেন ড্রাইভ (Pen Drive), থাম্ব ড্রাইভ (Thamb Drive) কিংবা ফ্ল্যাশ রিডার আকারের এ মেমরি জনপ্রিয় হয়ে উঠেছে ।

🔝🔝প্রিয় পাঠক,
পরের পোস্টগুলো সহজে এবং আগে পেতে আমার https://allbanglaisbd.blogspot.com/  এই ব্লোকটি সাবস্ক্রাইব-subscribe করুন । এবং কমেন্ট কক্সে আপনার মূল্যবান মতামত প্রেরণ করুন ।
সকলকে ধন্যবাদ ! Please Stay at home 🏠 and be careful.

৫টি মন্তব্য:

This moment is pain

১. সমস্যা ছাড়া সৃজনশীল সমাজ আশা করা বৃথা ☑☑শিশুর জন্মের শুরুতে তাকে ঘিরে বাবা-মাসহ সবাই শিক্ষকের ভূমিকা পালন করে এবং শেষে বিশ্বজুড়ে প...