কম্পিউটার পরিচিতি-Introduction to computer 💻. part-02

প্রিয়ো পাঠকবিন্দু, https://allbanglaisbd.blogspot.com/ আপনাদের স্বাগতম ! আমি কেশব কুমার রায় । আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার পরিচিতি সম্পর্কে পার্ট-০২ এর কম্পিউটারের বৈশিষ্ট্য ( Characteristics of computer 💻) নিয়ে আলোচনা করবো । 👉 পার্ট-০২ (part-02) 🌏 কম্পিউটারের বৈশিষ্ট্য ( Characteristics of computer 💻)🌏 প্রিয়ো পাঠকবিন্দু,আমরা সকলেই জানি কম্পিউটার একটি বহুল ব্যবহ্ত বিস্ময়কর ইলেকট্রোনিক যন্ত্র । বিভিন্ন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য এটি একটি বৈশিষ্ট্যমন্ডিত । এর গুরুপ্তপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো । যেমন : (i) দ্রুতগতি ( High speed):- কম্পিউটার কল্পনাতীত ও অসম্ভব দ্রতগতিসম্পন্ন একটি ইলেকট্রোনিক যন্ত্র । এটি কাজ করে ইলেকট্রোনিক সিগন্যালের মাধ্যমে । যার গতি প্রায় আলোর বেগের সমান । যার ফলে এটি প্রতি সেকেন্ডে কোটি কোটি ডেটা অত্যন্ত দক্ষতার সাথে প্রসেস করতে পারে । মোট কথা এটি কাজ করে মাইক্রো সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে ও পিকো সেকেন্ডে । এখানে উল্লেখ্য, 🕐 ১ মিলি সেকেন্ড(mili second)=1/1000 সেকেন্ড=10^-3 সেকেন্ড । 🕐 ১ মাইক্রো সেকেন্ড(micro second)=1/1000000 সেকেন্ড=10^-6 সেকেন্ড । 🕐 ১ ন্যানো সেকেন্ড(Nano second)=1/1000000000 সেকেন্ড=10^-9 সেকেন্ড । 🕐 ১ পিকো সেকেন্ড(pico second)=1/1000000000000 সেকেন্ড=10^-12 সেকেন্ড । 🕐 ১ ফেমটো সেকেন্ড(Femto second)=1/1000000000000000 সেকেন্ড=10^-15 সেকেন্ড । 🕐 ১ অ্যাটো সেকেন্ড(Atto second)=1/1000000000000000000 সেকেন্ড=10^-18 সেকেন্ড । (ii) সূক্ষ্মতা (Accuracy):- হিসাব-নিকাশ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্রুত ও সূক্ষ্মতার কোন বিকল্প নেই । আধুনিক কম্পিউটার গুলো কাজ করে ডিজিটাল পদ্ধতিতে । ফলে খালি চোখে দেখা যায় না এমন বস্তুর ক্ষেত্রেও অনেক সূক্ষ্ম ও জঠিল হিসাব-নিকাশ করা যায় । অর্থাত,গানিতিক হিসাব নিকাশের ক্ষেত্রে দশমিকের পর যত ঘর পর্যন্ত প্রয়োজন তা নিয়ে ফলাফল তৈরি করা যায় । (iii) যুক্তিসংগত সিদ্ধান্ত (Logical decision):- কম্পিউটার একটি প্রোগ্রামনির্ভর স্বতন্ত্র ইলেকট্রোনিক যন্ত্র । সঠিক এবং দক্ষ প্রোগ্রাম ব্যাবহারের মাধ্যমে এটির সাহায্য দ্রুত ও নির্ভুল যুক্তিসংগত সিদ্ধান্ত গ্রহন করা যায় । ফলে অনেক জঠিল ও র্দীঘমেয়াদি পরিকল্পনা ও বৈজ্ঞানিক গবেষনার জন্য কম্পিউটারের সমকক্ষ্য যন্ত্র নাই বল্লেই চলে । (iv) মেমরি (Memory):- কম্পিউটারের যে অংশে বিভিন্ন ধরনের তথ্য,উপাত্ত সঞ্চায় করে রাখা হয় তাকে স্মৃতি বা মেমরি বলে । কম্পিউটারের মেমোরি বিশাল ও ব্যাপক । এখানে যতদিন ইচ্ছা সঞ্চিত বিষয়বস্তুকে অবিকৃত ও অবিকল অবস্থায় রাখা যায় । আর এটির বিশেষ সুবিধা হলো- এখানে ব্যাপক তথ্য ধারন করা যায়, ওজনে হালকা,দামে সস্থা এবং সহযে এক স্থান হতে অন্যস্থানে বহন করে নিয়ে যাওয়া যায় । ফলে বর্তমানে এনসাইক্লোপিডিয়া,উইকিপিডিয়া,ব্রিটেনিকা,বাংলাপিডিয়া এবং পৃথিবী খ্যাত বড় বড় লাইব্রেরির ডিজিটাল সংস্কারন তৈরি সম্ভব হয়েছে । (v) ক্লান্তিহীনতা (Diligence):- উপযুক্ত পরিবেশে সঠিক পন্থায় দীর্ঘক্ষন কাজ করলেও কম্পিউটারের প্রাপ্ত ফলাফলে কোন ধরনের বিকৃতি বা অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না । অর্থাত এটি একটানা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে । কোন ধরনের ক্লান্তিবোধ করে না । এ কারনে কম্পিউটারের মাধ্যেমে বছরের পর বছর একাগ্রচিত্তে ও নির্বিঘ্নে কাজ করা যায় । (vi) বিশ্বাসযোগ্যতা (Reliability):- কম্পিউটার প্রোগ্রাম নির্ভর সূক্ষ্ম ইলেকট্রোনিক যন্ত্র । এটি কাজ করে গাণিতিক সূত্রের উপর নির্ভর করে । অনুমাননির্ভর কিছু নয় । তাই ব্যবহারকারির ব্যাবহি্ত প্রোগ্রাম এবং ডাটা যদি 100% বিশুদ্ধ ও সঠিক হয়, সেক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত বিশ্বস্থ ও নির্ভরতার সাথে ফলাফল প্রদান করে । এক্ষেত্রে ভুল হাওয়ার সম্ভাবনা একেবারেই নেই । এ কারনে অত্যন্ত দক্ষ ও বিশ্বাসযোগ্য যন্ত্র হিসেবে কম্পিউটার ইতিমধ্য ব্যপক পরিচিতি লাভ করেছে । তবে কোন কারনে প্রোগ্রাম ভুল থাকলে অথবা ডেটা প্রদানে ত্রুটি বিচ্যুতি হলে কম্পিউটারের ফলাফলেও অসামঞ্জস্যতা দেখা দেয় যাকে কম্পিউটারের ভাষায় Garbage in Garbage out বলে । বর্তমানে কম্পিউটারে উন্নত প্রোগ্রাম সামগ্রী ব্যাবহারের ফলে এ যাতীয় ভুলও অনেকাংশ পরিহার করা সম্ভব হয়েছে । (vii) স্বয়ংক্রিয়তা (Automation):- কম্পিউটার অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে । এটি সুনির্দিষ্ট প্রোগ্রামের ভিত্তিতে উপযুক্ত পরিবেশে সুনিয়ন্ত্রিত অবস্থায় ধারাবাহিকভাবে তথ্য প্রক্রিয়া করনের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করে । এ কারনে আজকাল আধুনিক সুপারসনিক বিমান চালনা থেকে শুরু করে বিশ্ব যোগাযোগ, রোগ নির্ণয়, গবেষণা ইত্যাদি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে (Artificial intelligence) কম্পিউটারের স্বয়ংক্রিয় ব্যাবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে । (viii) বহুমুর্খিতা ( versatility):- কম্পিউটার একটি স্বয়ংক্রিয় বহুমুর্খিতা যন্ত্র । এমন বহু ক্ষেত্রে খুঁজে পাওয়া দুস্কর যেখানে কম্পিউটারের বহুবিধ ব্যাবহার লক্ষ্য করা যাবে না । সামাজিক, রাজনৈতিক,রোগ নির্ণয়, চিকিৎসা, বৈজ্ঞানিক গবোষণার সূক্ষ্ম বিশ্লেষণ ও পরিকল্পনা বাস্তবায়নে কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে । এছাড়া উৎপাদন ব্যাবস্থাপনা, মজুত নিয়ন্ত্রণ, এয়ার লাইনের টিকিট বুকিং,বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারিদের বেতনের হিসাব, আয় ব্যয়ের বাজেট ও হিসাব নিয়ন্ত্রণ, ব্যাংক, বিমা, সমরাষ্ট্র নিয়ন্ত্রণ, রাডার পরিচালনা, সৈন্যদের প্রশিক্ষন ও সমরকৌশল নির্ধারণ ইত্যাদি বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ কাজে কম্পিউটারের সফল ও কার্যকর উপস্থিতি প্রতীয়মান হয় । মোটকথা, আধুনিক সমাজ তথা নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশ কম্পিউটার,কথাটি বল্লেও অত্যুক্তি হবে না । প্রিয়ো পাঠকবিন্দু, পরের পার্ট-০৩( part-03) কম্পিউটারের ব্যবহার ( Application of computer 💻) সম্পর্কে আলোচনা করবো । পরের পার্ট গুলো সহজে এবং আগে পেতে আমার https://allbanglaisbd.blogspot.com/ এই ব্লোকটি সাসক্রাইব-subscribe করুন । সকলকে ধন্যবাদ ! Please Stay at home 🏠 and be careful.

৬টি মন্তব্য:

This moment is pain

১. সমস্যা ছাড়া সৃজনশীল সমাজ আশা করা বৃথা ☑☑শিশুর জন্মের শুরুতে তাকে ঘিরে বাবা-মাসহ সবাই শিক্ষকের ভূমিকা পালন করে এবং শেষে বিশ্বজুড়ে প...