কম্পিউটার পরিচিতি-Introduction to Computer
প্রিয়ো পাঠকবিন্দু,
https://allbanglaisbd.blogspot.com/ আপনাদের স্বাগতম !
আমি কেশব কুমার রায় । আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা আমাদের বর্তমান সমাজের অতিবগুরুপ্তপূর্ণ । যেটা ছাড়া আমরা অচল এবং সকলেই এটার সম্পর্কে কিছু কিছু জানি কিন্তু কেউ পূণাঙ্গভাবে জানি না । কথায় আছে "শিক্ষার কোন বয়স নাই ।" তাই আমরা মৃত্যর আগ পর্যন্ত শিক্ষা গ্রহন করেই যাবো । আমি কম্পিউটার বিষয়ে যেগুলো আলোচনা করবো তা আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যাবস্থায় সিলেবাসে অন্তরভুক্ত । যা ৩য় শ্রেণী থেকে শুরু করে স্নাতোকোত্তর, সন্মান,মাষ্টারস্, এবং জাবতীয় চাকরি পরিক্ষায় কাজে লাগে । সেটা হচ্ছে কম্পিউটার-Computer 💻.
👉 👉 কম্পিউটার পরিচিতি ( Introduction to Computer 💻)
প্রিয়ো পাঠক, আমরা একে একে ৭ টি পাঠের মাধ্যেমে কম্পিউটার সম্পর্কে তার যাবতীয় বিষয় সম্পর্কে জানব । যেমন:-
১. কম্পিউটার কি ( what's Computer 💻?)
২. কম্পিউটারের বৈশিষ্ট্য ( Characteristics of Computer 💻)
৩. কম্পিউটারের ব্যাবহার ( Application of Computer 💻)
৪. কম্পিউটার প্রজন্ম ( Computer 💻 Generation)
৫. কম্পিউটারের প্রকারভেদ ( Classification of Computer 💻)
৬. কম্পিউটারের ইতিহাস ( History of Computer 💻)
৭. বিশেষ ধরনের কম্পিউটার ( Special purpose Computer 💻)
👉পার্ট-০১ (part-01)
🌏কম্পিউটার কি ( What's Computer 💻?)🌏
Computer is an electronic device for storing,analyzing and producing information making calculation or controlling machines. অর্থাৎ,তথ্য তৈরির জন্য একটি ইলেকট্রনিক যন্ত্র যা সংরক্ষন ও বিশ্লেষন করতে পারে । আর এই তথ্য গনণা বা মেশিন নিয়ন্ত্রের জন্য ব্যাবহার হয় ।
কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র যা কতোগুলো ইলেকট্রনিক যন্ত্র বা কতোগুলো ইলেকট্রোনিক সার্কিট ও যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত । মানুষের দেওয়া বিভিন্ন প্রোগ্রাম এবং উপাত্তের ভিত্তিতে অত্যন্ত দ্রুত, বিশ্বস্ততা ও নির্ভুলতার সাথে বিভিন্ন প্রকার কর্ম সম্পাদন করে । কম্পিউটার (Computer) শব্দটি ল্যাটিন শব্দ computare হতে উৎপত্তি যার অর্থ গননা বা হিসাব করা । অর্থাৎ একটা সমায় ছিলো কম্পিউটার দিয়ে শুধুমাত্র গণনার কাজ করা হতো । কিন্তু বর্তমান সমায়ে এর ব্যাবহার শুধুমাত্র গণনার কাজে সিমাবদ্ধ নেই । আধুনিক কম্পিউটার দ্বারা এখন সুপারসনিক বিমানের ডিজাইন থেকে শুরু করে ব্যাংক,বিমা,ব্যবসা বানিজ্য,উৎপাদন,ব্যাবস্থাপনা,যোগাযোগ,শিক্ষা,চিকিৎসা,খেলাধুলা,বিনোদন, ইমেল,ইকমার্স, ইন্টারনেট সহ এমন কোন ক্ষেত্র নেই যেখানে কম্পিউটার ব্যাবহার পরিলক্ষিত হয় না । মোট কথা এটি হচ্ছে সভ্যতার সফলতম আবির্স্কার । যার কারনে কম্পিউটারের ব্যাবহার প্রতিনিয়ত অবিশ্ব্যহারে বেড়েই চলেছে । মানুষের দৈনিন্দিন জীবনে কম্পিউটারের ব্যাবহার অনেকক্ষেত্রে ক্রমশ অপরিহার্য হয়ে উঠেছে ।
কম্পিউটার একটি সিস্টেম । এ সিস্টেমের ৩ টি অংশ । যথা: (i) ইনপুট (ii) প্রসেসিং (iii) আউটপুট ।
(i) ইনপুট:- যার মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম ও তথ্য উপাত্ত সরবরাহ করা হয় তাকে ইনপুট বলে ।
(ii) প্রসেসিং:- যেভাবে কম্পিউটার কাজটি করবে বা করে থাকে সে সংক্রান্ত যাবতীয় নিদ্দেশনাকেই প্রসেসিং বলে ।
(iii) আউটপুট:- প্রসেসকৃত ফলাফল যেসব ডিভাইসের মাধ্যমে উপস্থাপন করা হয় সেগুলোকে আউটপুট ডিভাইস বলে ।
অনেক জঠিল সমস্যা আছে যেগুলো কম্পিউটার ব্যাতিরেখে হাতেকলমে তথা ম্যানুয়ালি (Manually) সম্পন্ন করতে বছরের পর বছর সমায় লাগবে । এবং নানা ধরনের জঠিলতা তৈরি হবে, কিংবা কাঙ্খিত ফলফল পাওয়াও অনিশ্চিত হবে, এমনকি কোনো কোন ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে । সেসব ক্ষেত্রে কম্পিউটার সফলভাবে ব্যবহার,দ্রুত নির্ভুল ও নির্ভরযোগ্য ফলাফল অনায়অসে পাওয়া যাবে । তাই আজকাল জঠিল ও বৈজ্ঞানিক বিভিন্ন সূক্ষ্ম কর্মকান্ডে কম্পিউটার অত্যন্ত নির্ভরশীল ও স্বয়ংক্রিয় যন্ত্র হিসেবে ব্যহবার করা হচ্ছে ।
প্রিয়ো পাঠকবিন্দু, পরের পার্ট-০২( part-02) কম্পিউটারের বৈশিষ্ট্য ( Characteristics of computer 💻) সম্পর্কে আলোচনা করবো ।
পরের পার্ট গুলো সহজে এবং আগে পেতে আমার এই ব্লোকটি সাসক্রাইব-subscribe করুন ।
সকলকে ধন্যবাদ ! Please Stay at home 🏠 and be careful.
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
This moment is pain
১. সমস্যা ছাড়া সৃজনশীল সমাজ আশা করা বৃথা ☑☑শিশুর জন্মের শুরুতে তাকে ঘিরে বাবা-মাসহ সবাই শিক্ষকের ভূমিকা পালন করে এবং শেষে বিশ্বজুড়ে প...
aro notun chai
উত্তরমুছুনT
উত্তরমুছুনi am fun.
উত্তরমুছুনNice.Thanks dada
উত্তরমুছুন