কম্পিউটার পরিচিতি-Introduction to computer 💻. part-04

প্রিয়ো পাঠকবিন্দু,
https://allbanglaisbd.blogspot.com/ আপনাদের স্বাগতম !
আমি কেশব কুমার রায় । আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার প্রজন্ম সম্পর্কে পার্ট-০৪ এর কম্পিউটারের প্রজন্ম ( computer 💻 generation) নিয়ে আলোচনা করবো ।

👉 পার্ট-০৪ (part-04)
🌏 কম্পিউটারের প্রজন্ম ( computer 💻 generation)🌏
প্রিয়ো পাঠকবিন্দু,আমরা সকলেই জানি কম্পিউটার একটি বহুল ব্যবহ্ত বিস্ময়কর ইলেকট্রোনিক যন্ত্র  । আর কম্পিউটারের ভাষায় 'প্রজন্ম' বলতে কম্পিউটার প্রযিক্তির বিভিন্ন ধাপ বা অধ্যায়কে বোঝায় । এটি কম্পিউটার শিল্পের বিভিন্ন সমায়ে যে উল্লেখযোগ্য পরিবর্তন ও অগ্রগতি সাধিত হয়েছে তার ধারাবাহিক বিবর্তন বা কাঠামোকে নির্দেশ করে । মোটকথা, কম্পিউটার আবিষ্কারের প্রাথমিক সমায় হতে বর্তমান সমায় পর্যন্ত বিভিন্ন সমায়ে যে মৌলিক তথা গুরুপ্তপূর্ণ পরিবর্তন ও উন্নায়ন সাধিত হয়েছে তাকে কম্পিউটার জেনেরেশন বা প্রজন্ম নামে অভিহিত করা হয় । কম্পিউটারের প্রজন্ম বিন্যাসের ক্ষেত্রে সমায় নিয়ে কিছুটা মতভেদ থাকলেও এদের বৈশিষ্ঠ্যগত তেমন কোন পার্থক্য নেই । প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সংগতি রেখে কম্পিউটার প্রজন্মকে পাঁচ ভাগে ভাগ করা যায় । যথা:

☑১. প্রথম প্রজন্ম (First Generation)=১৯৪৮-১৯৫৮;
☑২. দ্বিতীয় প্রজন্ম ( Second Generations)=১৯৫৮-১৯৬৫;
☑৩. তৃতীয় প্রজন্ম ( Three Generations)=১৯৬৫-১৯৭১;
☑৪.চতুর্থ প্রজন্ম (Four Generations)=১৯৭১-বর্তমান;
☑৫. পঞ্চম প্রজন্ম ( Five Generations)=ভবিষ্যৎ প্রজন্ম ।

☑১. প্রথম প্রজন্ম (First Generation,১৯৪৮-১৯৫):-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পর হতে অর্থাৎ ১৯৪৮ সাল হতে ১৯৫৮ সাল পর্যন্ত সমায় কালকে প্রথম প্রজন্ম নামে অভিহিত করা হয় । এ সমায়ে প্রথম দিককার (early stage) গুরুত্বপূর্ণ কম্পিউটারগুলো উদ্ভাবিত হয়েছে । এ প্রজন্মের কম্পিউটারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ।  যেমন-
(i). ভ্যাকুয়াম টিউবের ব্যাবহার ।
(ii). উত্তাপজনিত সমস্যা ।
(iii). বিশাল আকৃতি বিশিষ্ট এবং অত্যাধিক ওজন ।
(iv). সহযে স্থানান্তর করা যেত না ।
(v). চুম্বকীয় ড্রাম মেমরি ব্যাবহার ।
(vi). পাঞ্চকার্ড জাতীয় ইনপুট আউটপুট সামগ্রীর ব্যাবহার ।
(vii). সীমিত ডেটা ধারণ ক্ষমতার অধিকারী ।
(viii). অত্যাধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো (130-140KW) ।
(ix). ধীর গতিসম্পর্ণ ।
(x). অনুন্নত রক্ষণাবেক্ষণ ব্যাবস্থা ইত্যাদি ।

🔴উদাহরণ: ENIAC,UNIVAC,Mark-I,mark-ii, IBM-704 ইত্যাদি ।

🔵ব্যাবহার: দাম,প্রযুক্তিগত সমস্যা ও অন্যান্য অসুবিধার কারনে খুবেই সীমিত পর্যায়ে ব্যাবহার করা হতো । বিশেষকরে গবেষণাগারে ।

☑২. দ্বিতীয় প্রজন্ম ( Second Generations,১৯৫৮-১৯৬৫):-
১৯৪৭ সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে কর্মরত বিজ্ঞানী জন বারডেন (John Bardeen), উইলিয়াম শর্কলি ( William Shorkley) এবং ওয়াল্টার ব্রাটেন (Walter Brattain) ট্রানজিস্টর আবিস্কার করে ইলেকট্রোনিক জগতে আলোড়ন সৃষ্টি করেন । আর এই ট্রানজিস্টরের আবিস্কার কম্পিউটারের জগতে এক যুগান্তকারী ও বিস্ময়কর সাফল্য এনে দেয় । ফলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারগুলো অধিক নির্ভরযোগ্য,কম বিদ্যুৎ খরচ,ওজনে হালকা এবং দামেও সহজলভ্য হয় । এ প্রজন্মের কম্পিউটারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ।  যেমন-
(i). ট্রানজিস্টরের ব্যাবহার ।
(ii). আকৃতির ব্যাপক সংকোচন ।
(iii). উত্তাপ জাতীয় সমস্যার অবসান ।
(iv). নির্ভরযোগ্যতার উন্নতি ।
(v). অধিক বিদ্যুৎ সাশ্রয়ী ।
(vi). প্রথম প্রজন্ম অপেক্ষা প্রায় দশ গুন গতিসম্পর্ণ ।
(vii). উন্নতমানের ইনপুট আউটপুট সামগ্রীর ব্যাবহার ।
(viii). চুম্বকীয় কোর মেমরির ব্যাবহার ।
(ix). উচ্চতর ভাষার প্রচলন ( FORTRAN, COBOL, ALGOL) ইত্যাদি ।

🔴উদাহরন: IBM-1620, IBM-1400, NCR-300, GE-200 ইত্যাদি ।

🔵ব্যবহার: বিভিন্ন গবেষণাগার,শিল্প প্রতিষ্ঠান ইত্যাদিতে সীমিতো পর্যায়ে ব্যবহার করা হতো ।


☑৩. তৃতীয় প্রজন্ম ( Third Generations,১৯৬৫-১৯৭১):-
তৃতীয় প্রজন্মের সবচেয়ে গুরুপ্তপূর্ণ ও বিস্ময়কর সংযোজন হলো IC ( Integrated Circuit ) ব্যবহার । ১৯৫৮ সালে Jack. St. Clair Kilbly এবং Robert Noyee প্রথম IC আবিস্কার করে ইলেকট্রনিক জগতে যুগান্তকারি পরিবর্তনের সূচনা করেন । মাইক্রোইলেকট্রনিক্সের অগ্রযাত্রা তখন থেকেই শুরু হয় ।  IC হলো অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট (Electronic Componeent) বা উপাদান ।  যথা :
ট্রানজিস্টর (Transistor), রেজিস্টর ( Resistor), ক্যাপাসিটর ( Capacitor), ইন্ডাকটর ( Inductor) ইত্যাদি বিশেষ প্রযুক্তিতে একটি একক চিপের (single chip) মধ্যে সমন্বয় ( Fabricate) করে তৈরি সিলিকন চিপ । এটি আয়তন বা আকারে সাধারনত ৫ বর্গ মি.মি. বা তার চেয়েও কম ।
তৃতীয় প্রজন্মের গুরুপ্তপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে । যথা:
(i). IC এর বহুল ব্যবহার ।
(ii). আকৃতির ব্যাপক সংকোচন ( মাইক্রো ইলেকট্রনিক প্রযুক্তি ) ।
(iii). নির্ভরযোগ্যতার অধিক উন্নতি ।
(iv). কম্ফিউটারের ক্ষমতা ও গতি বৃদ্ধি ।
(v). উচ্চতর ভাষার উন্নায়ন ও ব্যবহার ।
(vi). ভিডিও ডিসপ্লে ইউনিট ( Video Display Unit) ও উচ্চ গতিসম্পন্ন প্রিন্টারের ব্যবহার ।
(vii). মাউসের প্রচলন ।
(viii). মিনি কম্পিউটারের আবির্ভাব ।
(ix). টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের উদ্ভব এবং ব্যবহার ইত্যাদি ।

🔴 উদাহরন: IBM-360, IBM-370, PDP-8, PDP-||, GE-600 ইত্যাদি ।

🔵 ব্যবহার: তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলো শক্তিশালী, দামে সস্তা, সহযে বহন যোগ্য হাওয়ায় এর বহুবিধ ব্যবহার পরিলক্ষিত হয় । যেমন; বিভিন্ন গবেষনাগার, ব্যবসা-প্রতিষ্ঠান, শিল্প-প্রতিষ্ঠান, চিকিৎসাক্ষেত্র,সামরিক ও প্রতিরক্ষা খাতে এর বহুল ব্যবহার লক্ষ্য করা যায় ।

☑৪. চতুর্থ প্রজন্ম ( Forth generations,১৯৭১-বর্তমান ):-
কম্পিউটার প্রযুক্তিতে নাটকীয় পরিবর্তন ও নবযুগের অগ্রযাত্রা শুরু করে যে ইলেকট্রনিক ডিভাইসটি তা হলো মাইক্রোপ্রসেসর ( Micro Processor ) । মাইক্রোপ্রসেসর আবিস্কার কম্পিউটারের প্রযুক্তি ও ব্যবহারকে বহুগুন বাড়িয়ে দেয় । মাইক্রোপ্রসেসর হলো VLSI ( Very Large Scale Integration) প্রযুক্তিতে তৈরি সিলিকন চিপ যেটি এক মিলিয়নের অধিক বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্টের  যথা: ট্রানজিস্টর,রেজিস্টর,ক্যাপাসিটর,ডায়োড,SCR ইত্যাদি সমন্বয়ে তৈরি । মাইক্রোপ্রসেসর ব্যবহারের ফলে কম্পিউটার জগতে এক অবিশ্বাস্য পরিবর্তনের সূচনা হয় । যার প্রভাবে আমাদের ব্যাক্তিগত,সামাজিক,রাজনৈতিক,অর্থনৈতিক এবং রাষ্ট্রিয় জীবনে এক নতুন দ্বার উন্মোচন করে ।  এ প্রজন্মে সফটওয়্যারের ক্ষেত্রেও অনবদ্য অগ্রগতি সাধিত হয়েছে । বর্ণভিত্তিক (Text Based) অপারেটিং সিস্টেমুর পরিবর্তে চিত্রভিত্তিক GUI ( Graphical User Interface) অপারেটিং সিস্টেমের প্রচলন শুরু হয় । চতুর্থ প্রজন্মের গুরুপ্তপূর্ণ বৈশিষ্ট্যগুলো হচ্ছে । যথা:
(i). মাইক্রোপ্রসেসর ব্যবহার ( VLSI প্রযুক্তি ) ।
(ii). আকৃতিক অধিকতর সংকোচন ।
(iii). নির্ভরযোগ্যতার ব্যাপক উন্নতি ।
(iv). চুম্বকীয় বাবল মেমরির ব্যবহার ।
(v). মাইক্রো কম্পিউটারের প্রসার ও মেইনফ্রেম কম্পিউটারের প্রচলন ।
(vi). উন্নত প্রোগ্রাম সামগ্রি ব্যবহার ।
(vii). প্যাকেজ প্রোগ্রামের প্রচলন ।
(viii). ইন্টারনেট সহ নেটওয়ার্ক ব্যবস্থার চালু ।
(ix). প্যারালাল প্রসেসিং এর কারনে কম্পিউটারের কাজের গতি বৃদ্ধি ইত্যাদি ।

🔴 উদাহরন:- IBM-3033, HP-3000, IBM PC, Pentium-l ,ll,lll,IV ইত্যাদি ।

🔵 ব্যবহার:- কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে গনজোয়ার সৃষ্টি হয় মূলত চতুর্থ প্রজন্মেই । আমাদের দৈনিন্দিন ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে কম্পিউটারের সরব ব্যবহার লক্ষ্য করা যায় না । মোটকথা আধুনিক নাগরিক,রাষ্ট্রীয় জীবনে কম্পিউটার ছাড়া অচল ও অকল্পনীয় ।

☑৫. পঞ্চম প্রজন্ম ( Fifth Generations, ভবিষ্যৎ প্রজন্ম ) :-
পঞ্চম প্রজন্ম বলতে প্রকৃত অর্থে ভবিষ্যৎ প্রজন্মকেই বোঝায় । বিশ্ব সভ্যতা যত সামনের দিকে এগুচ্ছে,প্রযুক্তি তত উন্নতর হচ্ছে । এই প্রজন্মে 'মুরস ল' ( moore's law ) দারুনভাবে প্রযোয্য । মুরসের প্রাপ্ত গবেষণায় দেখা গেছে প্রতি ১৮ মাসে মাইক্রোপ্রসেসরের এবং মেমরি ,হার্ড ডিস্কসহ অন্যান্য গুরুপ্তপূর্ণ দিভাইসের গতি দ্বিগুন হচ্ছে । এবং সে সঙ্গে এদের মাত্রা বা  ডাইমেনশন  (Dimension) কমে অর্ধেক হচ্ছে যা 'মুরস ল' নামে খ্যাত । এ প্রজন্মের বৈশিষ্ট্যগুলো হচ্ছে । যেমন:
(i). বহু মাইক্রোপ্রসেসর বিশিষ্ট্য একীভূত বর্তনীর ব্যাবহার (ULSI প্রযুক্তি) ।
(ii). অবিশ্বাস্য দ্রুতগতিসম্পন্ন ।
(iii). বিপুল ক্ষমতা সম্পূর্ণ ।
(iv). কৃত্রিম বুদ্ধিমাত্তাসম্পন্ন (Artificial intelligence) ।
(v). চার্জড ক্যাবল মেমরি ব্যাবহার ।
(vi). ডেটা ধারন ক্ষমতার ব্যাপক উন্নতি ।
(vii). স্বয়ংক্রিয় অনুবাদ ও শ্রবনযোগ্য শব্দ দিয়ে কম্পিএটারের সাথে সংযোগ পরিচালনা ।
(viii). অপটিক্যাল ফাইবার ব্যবহার ।
(ix). সুপার কম্পিউটারের প্রচলন ও প্রসার ।
(x). প্রোগ্রাম সামগ্রীর অভূতপূর্ব উন্নয়ন ইত্যাদি ।

🔴 উদাহরন: USA তৈরি ETA-02P, জাপানের নিপ্পন কোম্পানির তৈরি SUPPER SXII, ভারতের তৈরি PARAM ইত্যাদি ।

🔵 ব্যবহার: মহাকাশ গবেষণা,জলবায়ু পরিবর্তন, ভূমিকম্পন জনিত কারন বিশ্লেষন,AIDS ও কভিড-১৯ ( Covid-19) এর মতো জঠিল ও কঠিন রোগের সুস্পষ্ট কারন ও তার প্রতিকারের ব্যবস্থা, পারমাণবিক ও প্রতিরক্ষা সংক্রন্ত কাজে ব্যবহার প্রভূতি ।

প্রিয় পাঠকবিন্দু, পরের পার্ট-০৫( part-05) কম্পিউটারের প্রকারভেদ (Classification of computer 💻) সম্পর্কে আলোচনা করবো ।
পরের পার্ট গুলো সহজে এবং আগে পেতে আমার https://allbanglaisbd.blogspot.com/  এই ব্লোকটি সাসক্রাইব-subscribe করুন । আর কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন । কমেন্ট আপনার বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ।
সকলকে ধন্যবাদ ! Please Stay at home 🏠 and be careful.

৫টি মন্তব্য:

This moment is pain

১. সমস্যা ছাড়া সৃজনশীল সমাজ আশা করা বৃথা ☑☑শিশুর জন্মের শুরুতে তাকে ঘিরে বাবা-মাসহ সবাই শিক্ষকের ভূমিকা পালন করে এবং শেষে বিশ্বজুড়ে প...