কম্পিউটার পরিচিতি-Introduction to computer 💻. part-03.

প্রিয়ো পাঠকবিন্দু, https://allbanglaisbd.blogspot.com/ আপনাদের স্বাগতম ! আমি কেশব কুমার রায় । আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার পরিচিতি সম্পর্কে পার্ট-০৩ এর কম্পিউটারের ব্যাবহার ( Application of computer 💻) নিয়ে আলোচনা করবো । 👉 পার্ট-০৩ (part-03) 🌏 কম্পিউটারের ব্যাবহার ( Application of computer 💻)🌏 প্রিয়ো পাঠকবিন্দু,আমরা সকলেই জানি কম্পিউটার একটি বহুল ব্যবহ্ত বিস্ময়কর ইলেকট্রোনিক যন্ত্র । বিভিন্ন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য এটি একটি বৈশিষ্ট্যমন্ডিত ।এটির ব্যাবহার এত বিশাল ও ব্যাপক যে, নির্দিষ্ট গন্ডির মধ্যে এটিকে সীমাবদ্ধ করা যায় না । আধুনিক সভ্যতা ও নাগরিক জীবন এখন ডম্পিউটার থেকে বিছিন্নভাবে চিন্তাও করা যায় না । কম্পিউটারের দ্রুত বিকাশ ও ব্যাবহার আধুনিক সভ্যতার গতিবিধি পাল্টে দিচ্ছে প্রতিনিয়ত এবং সামাজিক জীবনে বয়ে নিয়ে আনছে ব্যাপক পরিবর্তন ।কম্পিউটারের গুরুপ্তপূর্ণ ব্যাবহারগুলো হলো । যেমন : ☑১. শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যাবহার ( Application of computer 💻 in education):- তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটারের ব্যাপক ব্যাবহার আমাদের জীবন ও অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত । আমাদের দৈনিন্দিন জীবনের বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষের বিভিন্ন প্রকার চাহিদা পূরণে প্রয়োজনিয় প্রায় সকল কাজের সুষ্ঠ সামাধান কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে । বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের অভূতপূর্ব অবদান অনস্বীকার্য । নিম্নে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো : (i) কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদান:- কম্পিউটারোর মাধ্যমে শিক্ষার বিভিন্ন দিক ও বিষয়কে শিক্ষার্থীদের নিকট অনেক সহজ ,সুন্দর এবং জীবন্তরুপে উপস্থাপন করা যায় । এতে করে দ্রুত ছাত্র-ছাত্রীরা বিষয়টির বিষয়বস্তু সম্পর্কে অবগত হয়ে এর সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারে । কম্পিটারের মাধ্যমে জঠিল ও কঠিন বিষয়ে ছবি এঁকে,সচল ছবি প্রদর্শন করে,অডিও-ভিডিওর মাধ্যমে সহজেই শিক্ষার্থীদের নিকট অনুধাবনযোগ্য করে তুলতে পারে । বিজ্ঞানের নানা বিষয় যেমন - সৌরজগৎ,গ্রহ-নক্ষত্র,উদ্ভিদ ও প্রাণিজগৎ, ইতিহাস,ভূগোল,রসায়ন,পদার্থবিদ্যা,রোগ নির্ণয়, চিকিৎসা ইত্যাদি সম্পর্কে নানা বিষয়ে সচিত্র প্রতিবেদন তৈরি করে সহজেই শিক্ষাদান সম্ভব । ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর উন্নত দেশের খ্যাতনামা লাইব্রেরির বই পুস্তুকের সহায়তা নিয়ে ঘরে বসেই প্রয়োজনীয় শিক্ষা উপকরনের মাধ্যমে জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করা যায় । (ii) তথ্য সংরক্ষন:- কম্পিউটারের মেমরি বা স্মৃতির ভান্ডার বিশাল ও ব্যাপক । বর্তমানে বিভিন্ন নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম সম্পর্ণ করে । ইন্টারনেটে ঐসব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব পেজে থাকছে যেখানে উক্ত প্রতিষ্ঠান সম্পর্কিত যাবতীয় তথ্য-ডাটাবেজের মাধ্যামে সংরক্ষন করা হচ্ছে । ফলে প্রতিষ্ঠানে না গিয়েও ঘরে বসে প্রয়োজনিয় তথ্য সংগ্রহ করে প্রয়োজনিয় সমস্যার সামাধান সম্ভব হচ্ছে । এতে করে সমায়,ঝুঁকি সহ অর্থেরও সাশ্রয় হচ্ছে । (iii) পরিক্ষার প্রশ্নপত্র মূল্যায়ন:- কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন পরিক্ষার প্রশ্নপত্র স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়নোর মাধ্যমে দ্রুত ও প্রকৃত মেধাবীদের খুঁজে বের করা সম্ভব হচ্ছে । কম্পিউটার সিস্টেমের সাথে OMR ( Optical Mark Reader) মেশিন সংযুক্ত করে দ্রুত ও নিরপেক্ষভাবে খাতা মূল্যায়ন সম্পর্ণ করা হচ্ছে । বর্তমানে বাংলাদেশেও ইএসসি,জেএসসি,এসএসসি,এইচএসসি,বিবিএ,এমবিবিএ এবং সকল নিয়োগ পরিক্ষার খাতা মূল্যায়ন ও জাতীয় ও বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু আছে । এছাড়া, পরিক্ষার ফলাফল প্রদান ও সংরক্ষন, হিসাব-নিকাশ সংরক্ষন,লাইব্রেরি ব্যাবস্থাপনা,গবেষনা ইত্যাদি বিভিন্ন ধরেন কার্যক্রমে কম্পিইটারের ব্যাবহার করা হচ্ছে । ☑ ২. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটারের ব্যাবহার (Application of computer 💻 in medical sector) :- চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটার অসামান্য আবদান রেখে চলেছে । আধুনিক চিকিৎসাসেবা কম্পিউটার ছাড়া কল্পনাও করা যায় না । প্যাথলজিক্যাল ল্যাবরেটরি,অপারেশন থিয়েটার,সিসিইউ ৯৯% এখন কম্পিউটার দ্বারা পরিচালনা ও নিয়ন্ত্রন করা হয় । এছাড়াও রোগির কেস হিস্ট্রি (History) মেডিক্যাল রেকর্ড,রুগীর বিল ইত্যাদিতে কম্পিউটারের ব্যাবহার করা হয় । On. Line System -এ ই-মেইল ও টেলিমেডিসিন ব্যাবহার করে ঘরে বসেই পৃথিবীর দেশি বিদেশী খ্যাতনামা ডাক্তারদের পরামর্শ পাওয়া যায় । ☑৩. যোগাযোগ ব্যাবস্থায় কম্পিউটারের ব্যাবহার (Application of computer 💻 in communication):- বিশ্বায়নের এযুগে উন্নায়নের অন্যতম পূর্বশর্ত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যাবস্থা । কোন দেশ কতো উন্নত তার সূচক (Index) নির্ণীত হয় তার যোগাযোগ অবকাঠামো তথা আইসিটির উপর ভিত্তি করে । আধুনিক যোগাযোগ ব্যাবস্থায় কম্পিউটারের ভূমিকাগুলো হচ্ছে যেমন: (i) ইন্টারনেট:- Internet এর পূর্ণ অর্থ হলো International network অর্থাৎ এটি হলো বিভিন্ন দেশের কম্পিউটারগুলোর নেটওয়ার্ক । (ii) ই-মেইল:- Email এর পূর্ণ অর্থ হলো Electronic Mai. এটি বর্তমান বিশ্বে সর্বাধুনিক, দ্রুততম,নির্ভরযোগ্য ,ইলেকট্রোনিক ডাক ব্যাবস্থা । (iii) ই-কমার্স:- E-commerce এর পূর্ণ অর্থ হলো Electronic commerce. ই-কমার্স হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক তথা ইন্টারনেটের মাধ্যমে পন্য,সেবা,ক্রায়-বিক্রয় কিংবা বিনিময় পদ্ধতি । এছাড়াও ব্যাংকিং ব্যাবস্থা, স্টক এক্সচেঞ্জ ইত্যাদি । যোগাযোগ ব্যাবস্থায় কম্পিউটারের ব্যাবহার পরিলক্ষিত । ☑৪. ব্যবসা-বানিজ্যে কম্পিউটারের ব্যবহার ( Application of computer 💻 in business):- কম্পিউটার এখনকার সমায়ে ব্যাবসায়ের সকল কর্মকান্ডের মূল চালিকশক্তি হিসেবে কাজ করে । যেমন- ক্রয়-বিক্রয়,হিসাব-নিকাশ,ব্যাংকিং সেবা,পন্যর বার কোড (Bar code) তৈরি ইত্যাদি ক্ষেত্রে ব্যাবহার পরিলক্ষিত । ☑৫. বিনোদন (Entertainment):- বর্তমান প্রয়োজন্মের বহুল ও জনপ্রিয় বিনোদনের মাধ্যম হলো কম্পিউটার । ঘরে বসে যে কেউ গান শোনা, মুভি দেখা, টিভি দেখা, ছবি আঁকা ইত্যাদি করে থাকে । শিশু-কিশোরদের কাছে কম্পিউটার জনপ্রিয় হবার কারন হলো কম্পিউটার গেমস ও কার্টুন ছবি । 2D ও 3D অ্যানিমেশনের কারনে সাইন্স ফিকশনধর্মী অসম্ভব সব গেইমস এবং চলচিত্র নির্মান করা সম্ভব হচ্ছে । এছাড়াও শিল্পক্ষেত্রে কম্পিউটারের ব্যাবহার ( Application of computer 💻 in industry), প্রতিরক্ষা ইত্যাদি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বিরাজমান । প্রিয়ো পাঠকবিন্দু, পরের পার্ট-০4( part-04) কম্পিউটারের প্রজন্ম ( computer 💻 generation) সম্পর্কে আলোচনা করবো । পরের পার্ট গুলো সহজে এবং আগে পেতে আমার https://allbanglaisbd.blogspot.com/ এই ব্লোকটি সাসক্রাইব-subscribe করুন । আর কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন । কমেন্ট আপনার বিষয় সম্পর্কে আলোচনা করা হবে । সকলকে ধন্যবাদ ! Please Stay at home 🏠 and be careful.

৩টি মন্তব্য:

This moment is pain

১. সমস্যা ছাড়া সৃজনশীল সমাজ আশা করা বৃথা ☑☑শিশুর জন্মের শুরুতে তাকে ঘিরে বাবা-মাসহ সবাই শিক্ষকের ভূমিকা পালন করে এবং শেষে বিশ্বজুড়ে প...